মণিরামপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ১২ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান। তাদের স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম এম ফারুক হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বহিস্কৃত এ দুই নেতার বিরুদ্ধে অভিযোগ তারা নৌকার পক্ষে কাজ না করে বিএনপির স্বতন্ত্র প্রার্থী নাজমুস সাদাতের হয়ে নির্বাচনী প্রচারণা করছেন।
এদিকে, নৌকার বিরোধিতা করায় ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত চারটি চিঠিতে ছাত্রলীগের নয়জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- মশ্বিমনগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান, ঝাঁপা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মহিউজ্জামান আকাশ, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সবুজ, যুগ্ম আহবায়ক সৌমিক হক অনিক এবং সদস্য বিপ্লব হোসেন।
খানপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী হাসিবুল হোসেন শান্ত, শাকিল হোসেন ও সাগর হোসেন। একই অভিযোগে খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুর্শিদ হাসান ইমনকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
রাতদিন সংবাদ







