শামিম হোসেন, কুয়াদা (যশোর) প্রতিনিধি: যশোর মণিরামপুরে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রাইটস যশোরের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধির আর্থিক সম্পদ প্রকাশ বিষয়ক জোরদারকরণ প্রকল্পের অধীনে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মণিরামপুর প্রাণী সম্পদ সেমিনার কক্ষে যশোর সদরের রামনগর ইউনিয়ন, মণিরামপুর সদর ইউনিয়ন ও কেশবপুর সদর ইউনিয়নের নাগরিক কমিটির প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেশবপুর ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রামনগর ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি দুলাল সমাদ্দার, ইউপি সচিব হুমায়ুন কবির।
রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আবু সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোজগাতী ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি নাছিমা খাতুন, সদস্য তৌহিদুর রহমান তপু, কামরুজ্জামান রাজু, আজিজুর রহমান প্রমুখ। সভায় নাগরিক কমিটির মধ্যে জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদের হিসাব প্রকাশসহ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দূর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।







