Saturday, December 6, 2025

মহেশপুরে মাদকসহ নারী আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর গ্রামে অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। এ সময় নার্গিস বেগম (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
তিনি যাদবপুরের পশ্চিমপাড়ার নুরুল ইসলামের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরির্দশক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যাদবপুর গ্রামের মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে।
এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেনসিডিলসহ নার্গিসকে আটক করেন। এ সময় তার স্বামী নুরুল ইসলাম পালিয়ে যায়। অভিযানে ৫৮ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর