মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম জিন্নাহর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে দীঘিরপাড় জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও নৌকা প্রতীক সম্বলিত ডিজিটাল ব্যানার-পোস্টার পুড়ে গেছে।
কে বা কারা কার্যালয়টিতে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। আগুন লাগার ধরণ দেখে ঘটনাটি রহস্যজনক মনে করছেন অনেকে।
খেদাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইমদাদুল হক বলেন, ভোরে আশপাশের লোকজন নামাজ পড়তে গেলে আগুন লাগার বিষয়টি টের পান।
নৌকার প্রার্থী আব্দুল আলিম জিন্নাহ বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্যই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন এসব ঘটিয়েছে। তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের গোলাম রসুল বলেন, দৃষ্কৃতকারীদের শণাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
কে বা কারা কার্যালয়টিতে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। আগুন লাগার ধরণ দেখে ঘটনাটি রহস্যজনক মনে করছেন অনেকে।
খেদাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইমদাদুল হক বলেন, ভোরে আশপাশের লোকজন নামাজ পড়তে গেলে আগুন লাগার বিষয়টি টের পান।
নৌকার প্রার্থী আব্দুল আলিম জিন্নাহ বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্যই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন এসব ঘটিয়েছে। তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের গোলাম রসুল বলেন, দৃষ্কৃতকারীদের শণাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
বিশেষ প্রতিনিধি







