Saturday, December 6, 2025

অভয়নগর মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোর-খুলনা মহাসড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজওয়ান হোসেন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রেজওয়ান হোসেন উপজেলার বনগ্রামের মো. ফারুক হোসেন ড্রাইভারের ছেলে। সে মেঘনা কোম্পানীতে চাকরি করতো বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে যশোরগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংষর্ঘ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

বিষয়টি সম্পর্কে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে রেজওয়ান হোসেনের মৃত্যুর খবরে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রেজওয়ানের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একটি কন্যা সন্তান রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর