অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরের খুলনা-যশোর মহাসড়কে ইউএস বাংলা এয়ারলাইন’র যাত্রীবাহী বাস ও ইটের ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর (শনিবার) সকাল ৯ টায় নওয়াপাড়ায় বাংলাদেশ বেতার (সরদার মিল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খুলনা থেকে যশোর অভিমুখে রওনা হওয়া ইউএস বাংলার যাত্রীবাহী ঢাকা মেট্রো-স ১২০০৯৫ বাসটি বাংলাদেশ বেতারের সামনে পৌছালে অপর দিক থেকে আসা যশোর-ড ১১০৫২৫ ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনার সংবাদ পেয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌছে দুর্ঘটনার শিকার ইখলাস মোড়ল(২০), জাফর আলী(৭০) ইমারত(৩৩) নাজমুল (২৭) নামের চার ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহতদের প্রথমিক চিকিৎসা দিয়ে ইখলাস মোড়লকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিন জনর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার কর্তব্যরত অফিসার এসআই খালেক বলেন, আহতদের উদ্ভার করে চিকিৎসার জন্য পাঠিয়ে বাস ও ট্রাক দুটো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাফরিয়া রহমান হিয়া বলেন দুর্ঘটনার শিকার চার জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।







