Saturday, December 6, 2025

ভোজগাতী প্রয়াত আ’লীগের ২ নেতার স্মরণ সভা অনুষ্ঠিত

 

শামিম হোসেন, কুয়াদা (যশোর) প্রতিনিধি: মনিরামপুরের ভোজগাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আব্দুল জলিল ও সম্পাদক বদর উদ্দীন গাজীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আ’লীগের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোজগাতী ইউনিয়ন আ’লীগের সংগ্রামী সভাপতি আনিচুর রহমান তজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আ’লীগের সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, মনিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সম্পাদক আছমাতুন্নাহার, শিক্ষাবিদ আলহাজ মোশাররফ হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, হাজী সোবহান বক্স, হাজী শওকত আলী, হাজী হোসেন আলী বিশ্বস, হাজী সাইদুল ইসলাম, জসীম উদ্দীন প্রমুখ। প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন, কুয়াদা কেন্দ্রীয় জামে মসজিদের হাফেজ মাওঃ নাজমুল হোসেন।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর