শফিয়ার রহমান, মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর পৌর শহরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজটে অতিষ্ট সাধারণ মানুষ। পৌর শহর ছাড়াও উপজেলার প্রতিটি রাস্তা ঘাট জুড়ে নিয়েছে আলমসাধু, অটোভ্যান, ইজিবাইক ও ভাড়াটিয়া মোটরসাইকেল। এসব যানবহনের করণে বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। উপজেলা প্রশাসন যানজট মুক্ত রাখার জন্য অনেক দফা প্রচার প্রচারণা করলেও তার কোন প্রতিকার হয়নি মন্তব্য পথচারীদের। পুলিশ যানজটসহ অবৈধ মোটরসাইকেল আটক করেও যানজট মুক্ত করতে পারেনি। পৌর শহর বাজারে মধ্যে রাস্তার দু’পাশে এসব যানবহন পার্কিং করার কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগে পড়ে তা দেখার কেউ নেই।
সরেজমিন দেখাযায়, মণিরামপুর পৌর শহর রাজগঞ্জ মোড় ব্যস্ততম জায়গা এখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভাড়াটিয়া ১০/১৫টি ম্ােটরসাইকেল, ইজিবাইক, অটোভ্যান, বাস গাড়ী ও পূরবী হলের সামনে দাঁড়ানোর কারণে যতসব যানজট লেগে থাকে। উপজেলায় বর্তমান ৩০/৩৫ হাজার আলমসাধু, অটোভ্যান ও ইজিবাইক অবৈধ ভাবে চলাচল করছে। এসব যানবহনের চালকদের কোন প্রশিক্ষন ছাড়াও কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা নিজেদের ইচ্ছা মতো প্রতিটি গ্রামের রাস্তা ঘাট দখল করে দাপিয়ে বেড়াচ্ছে। যে কারণে পৌর শহরসহ বিভিন্ন গ্রামের রাস্তা দিয়ে ৮/১০জন যাত্রী নিয়ে বেপরোয়া ভাবে চলাচল করছে।
এসব কারণে উপজেলায় প্রায় প্রতিদিন কোন না কোন স্থানে সড়ক দূর্ঘটনা ঘটে চলেছে। এসব দূর্ঘটনায় অনেকেই পঙ্গু হয়ে জীবন যাপন করছে। কয়েক দিন পূর্বে মণিরামপুর উপজেলা প্রশাসন পৌর শহর মেইন রাস্তায় যানজট মুক্ত রাখার জন্য মাইকে প্রচার ও পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেও কোন প্রতিকার করতে পারেনি। বাস ষ্ট্যান্ডের জন্য প্রশাসন নিধারিত স্থান ঠিক করে দিয়েচ্ছে দক্ষিন মাথা ও উত্তর মাথায় ধান হাটে স্থানে। কিন্তু কোন বাস চালক তা না মেনে রাজগঞ্জের মোড় ও পূর্বরী হলের সামনে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি বাস ১০/১৫ মিনিট দাঁড়িয়ে থাকে যাত্রী উঠা নামা করে।
এরপর আর একটি বাস আসার পর দাড়িয়ে থাকা বাস ছেড়ে যায়। রাজগঞ্জ মোড় ও পূর্বরী হলের সামনে সব সময় একটি করে বাস দাড়িয়ে থাকার কারণে যানজট সৃষ্টি হচ্ছে বলে পথচারীদের অভিযোগ। প্রশাসনের কথা না মেনে বর্তমান নেহলপুর রাস্তার ইজিবাইক চালকরা রাজগঞ্জের মোড় থেকে যাত্রী ও কুয়াদা রাস্তার ইজিবাইক চালকরা হাকোবা মোড় থেকে যাত্রী নেওয়ার জন্য মেইন রাস্তা দখল করে বসে থাকে। এসব বিষয় উপজেলা প্রশাসেন কোন ভূমিকা না থাকায় চালকরা নিজেদের উচ্ছা মতো চলা ফেরা করছে। সে সাথেও একটি দালাল চক্র চালকদের সহযোগিতা করছে।
যশোর জেলা শ্রমিকলীগ সহ-সভাপতি বাবুল করিম বাবলু জানান, যানজট হওয়ার মূল কারণ হচ্ছে মণিরামপুরের প্রধান সড়কের দু’পাশে জায়গা কম এবং রাস্তার দু’পাশ দিয়ে অটোভ্যান, ও ইজিবাইক দাড়িয়ে থাকার কারণে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিন। রাস্তার দু’পাশে কোন যানবহন দাঁড়িয়ে না থাকলে ও যেখানে সেখানে যাত্রী উঠা নামা না করলে যানজট কিছুটা মুক্ত হবে বলে ধারণা সুধি সমাজের। পৌর শহরের মোটরসাইকেল, ইজিবাইক, অটোভ্যান ও বাস নিধারিত স্থানে না দাড়িয়ে রাজগঞ্জ মোড়ে ও পূর্বরী হলের সামনে দাড়িয়ে থাকার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের মোবাইল ফোনে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় আমার কোন কিছু বলার নেই।







