ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী ও অপর এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭ টায় বারবাজার হাইওয়ে থানার সামনে রাজন নামে (১৬) মটর সাইকেল আরোহী ট্রাকের চাপায় নিহত হয়। সে ফুলবাড়ী গ্রামের খোকনের ছেলে। এ ছাড়া সকাল ৮ টার দিকে রহমতপুর নামক স্থানে বাসের ধাক্কায় একই গ্রামের শুশিল দাসের স্ত্রী সুমিত্রা (৪৮) নিহত হন।
বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দীন জানান, সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। ঘাতক ট্রাকটি জব্দ করা না গেলেও ঘাতক শাপলা পরিবহন নামে বাস জব্দ করা হয়েছে। যার নং পাবনা জ-০৪-০০১৯। আহত ব্যক্তিদেরকে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দীন জানান, সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। ঘাতক ট্রাকটি জব্দ করা না গেলেও ঘাতক শাপলা পরিবহন নামে বাস জব্দ করা হয়েছে। যার নং পাবনা জ-০৪-০০১৯। আহত ব্যক্তিদেরকে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশেষ প্রতিনিধি







