Saturday, December 6, 2025

বারোবাজার সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী ও অপর এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭ টায় বারবাজার হাইওয়ে থানার সামনে রাজন নামে (১৬) মটর সাইকেল আরোহী ট্রাকের চাপায় নিহত হয়। সে ফুলবাড়ী গ্রামের খোকনের ছেলে। এ ছাড়া সকাল ৮ টার দিকে রহমতপুর নামক স্থানে বাসের ধাক্কায় একই গ্রামের শুশিল দাসের স্ত্রী সুমিত্রা (৪৮) নিহত হন।বারোবাজার সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দীন জানান, সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। ঘাতক ট্রাকটি জব্দ করা না গেলেও ঘাতক শাপলা পরিবহন নামে বাস জব্দ করা হয়েছে। যার নং পাবনা জ-০৪-০০১৯। আহত ব্যক্তিদেরকে ২৫০ শয্যা যশোর  জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর