Saturday, December 6, 2025

মণিরামপুরে  ইউএনও’র উদ্যোগে রেসপিটরি এক্সারসাইজার্স মেশিন বিতরন

মণিরামপুর প্রতিনিধি: কোভিড-১৯-এর আক্রমনে ফুসফুসজনিত রোগ প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন। তিনি মণিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রেসপিটরি এক্সারসাইজার্স মেশিন বিতরন করেছেন। তার নিজস্ব ও উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথীমক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষকদের এ মেশিন প্রদান করেছেন। মেশিন বিতরনকালে প্রজেক্টরের সাহায্যে এটির ব্যবহারবিধি বোঝাতে প্রশিক্ষণ দেওয়া হয়।

রোববার উপজেলার সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয় ও সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ মেশিন ও ক্রীড়া সামগ্রি বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রি বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন যশোর টিসার্স ট্রেনিং কলেজের অধ্যাপক শাহিনুর আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, সহকারি শিক্ষা অফিসার পলাশ কান্তি হালদার, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহিনুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জামাল হোসেন খান, প্রধান শিক্ষক সাহেদ আলী, রমারাণী দাস প্রমূখ। এসময় অন্ততঃ দুই শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের মাঝে রেসপিটরি এক্সারসাইজার্স মেশিন ও ক্রীড়া সামগ্রি বিতরন করা হয়।

এদিকে মেশিন পাওয়াসহ ব্যবহারবিধি প্রশিক্ষণ পেয়ে শিক্ষার্থীরা খুশি হয়। সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেতু, ইভা, আরাফাতসহ একাধিক শিক্ষার্থী জানান, এ ধরনের মেশিন পাওয়াসহ প্রশিক্ষন পেয়ে তারা ইউএনও স্যারকে ধন্যবাদ জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী, রমারানী দাস জানান, ইউএনও স্যারের এমন উদ্যোগ উপজেলাব্যাপী শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর