Saturday, December 6, 2025

অভয়নগরে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে মাদক ব্যবসায়ী ওহিদুলকে গণধোলাই

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ওহিদুল কে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।

গণধোলাইয়ের শিকার ওহিদুল বুইকরা ড্রাইভার পাড়া এলাকার মৃত নূর ইসলাম ওরফে গাঁজা নূরু’র পুত্র। জানা যায়, গত ৫ নভেম্বর (শুক্রবার) সন্ধায় একই এলাকার এক নারীকে কুপ্রস্তাব দেয় লম্পট ওহিদুল এসময় নারীটি তার প্রস্তাবে রাজি না হলে সে জোর করে তার শ্লীলতাহানির চেষ্টা করে।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা শনিবার সকাল ১০ টায় ণধোলাই দিয়ে ৪ ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ সালাম শেখ ও মোল্লা মিজানুর রহমান (মিজা) কে খবর দেয়, পরে জনপ্রতিনিধিরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করে। স্থানীয় প্রশাসন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে জনতার কাছ থেকে ওহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।

স্থানীয় জনতা জানান, লম্পট ওহিদুলের এ ঘটনা নতুন কিছু না। ইতিপূর্বেও সে এলাকার বিভিন্ন বাড়িতে ওত পেতে থেকে বেশ কিছু নারীদের কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে। তার বিরুদ্ধে আলোচিত মাসু হত্যা সহ অস্ত্র, বিস্ফোরক ও মাদকের একাধিক মামলা রয়েছে। শ্লীলতাহানি চেষ্টার ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিবে বলে জানিয়েছে।

এ বিষয়ে ৪,৫ ও ৬ নং বিট পুলিশিং-২ এর দায়িত্বে থাকা অভয়নগর থানার এসআই শাহ- আলম বলেন, অভিযুক্ত ওহিদুলকে জনগনের হাত থেকে উদ্ধার করে তার পরিবারের মাধ্যমে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নারী অথবা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর