Saturday, December 6, 2025

মণিরামপুরে ওরেন্টভুক্ত আসামী রিপন গ্রেফতার

 

মণিরামপুর প্রতিনিধি: আদালত অবমাননার কারণে ওরেণ্টভুক্ত আসামী রিপন বিশ্বাসকে আটক করেছে পুলিশ। সে মণিরামপুর ভগোমানপাড়ার কেষ্টপদ বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে থানার এস আই প্রসেনজিত মল্লিক ও এস আই শেখ আকতারুল ইসলাম তাকে গ্রেফতার করে। বুধবার সকালে আটক রিপনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানাগেছে।

থানার এস আই প্রসেনজিত মল্লিক জানান, রিপন আদালতের নারী/শিশু নির্যাতন আইনের ওরেণ্ট ভুক্ত আসামী ছিল।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর