এইচ,এম, শহিদুল ইসলাম বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জের ১৬নং খাউলিয়া ইউনিয়নে মঙ্গলবার ২ নভেম্বর শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাস্টার সাইদুর রহমান বিজয়ী হন। রিটার্নিং অফিসার জিএম আব্দুল কুদ্দুস জানান, বিজয়ী সাইদুর রহমান ৯২৮০ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল হাই খান পেয়েছেন ৩৯৩৫ ভোট। এছাড়াও এ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের এইচ এম আবুল হোসেন পেয়েছেন ৮৫ ভোট। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাররা ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন।
ওলামাগঞ্জ এনইউ আলিম মাদ্রাসার ভোটার শারীরিকভাবে অসুস্থ ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন ভোট দিয়ে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন,”খুব সুষ্ঠু পরিবেশ দেখে ভোট দিতে এসেছি।’
বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার ভিডিপি সদস্য মোতায়েন ছিল। ১০ টি কেন্দ্রে ৪ জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন র্যাব , ১ প্লাটুন বিজিবি, কোস্ট গার্ড সদস্য মোতায়েন ছিল।
এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৭ জন অস্ত্রধারী পুলিশ, আনসার সদস্য, পিসি এপিসি ২ জন অস্ত্রধারী ছিল। এছাড়াও ছিল ৮ টি মোবাইল টিম, ২ টি স্ট্রাইকিং ফোর্স। উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল জানান, ভোট কেন্দ্রগুলোতে এ ইউনিয়নে ১০ টি ভোট কেন্দ্রে ৬৮ টি বুথে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ১০ টি কেন্দ্রে মোট ভোটার ছিল ২১ হাজার ২১৩ জন।







