Saturday, December 6, 2025

মণিরামপুরে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা, স্বামীকে মারপিট

শামিম হোসেন, কুয়াদা (যশোর) প্রতিনিধিঃ যশোর মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের দফাদার পাড়ার এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ধর্ষণে ব্যর্থ হয়ে ধর্ষণ চেষ্টাকারী সোহরাব হোসেন গৃহবধুর স্বামীকে মারপিটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভিকটিম।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টায়। অভিযুক্ত সোহরাব ওই গ্রামের ইছাদ্দি মোড়লের ছেলে।
ধর্ষণ চেষ্টার শিকার ওই নারী জানান , কয়েকদিন ধরে অসুস্থ থাকায় তিনি ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ জেগে সোহরাব হোসেন তাকে জাপটে ধরে ধর্ষণ চেষ্টা করতে থাকে। তখন সে চিৎকার দেয়। এসময় তার স্বামী ছুটে আসে এবং সোহরাবকে জাপটে ধরে টেনে তোলে। তখন সোহরাব হোসেনের হাতে থাকা বিদেশী টর্চ লাইট দিয়ে তার স্বামীকে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে আসে। তাৎক্ষনিকভাবে তার স্বামীকে প্রতিবেশীরা মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তিনি মণিরামপুর থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে সোহরাবের সাথে যোগাযোগ করার চেষ্টা করা সম্ভাব হয়নি। তবে তার স্ত্রীর জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনার পর থেকে তার স্বামী বাসায় ফেরেনি এবং কোথায় আছে তিনি জানি না।
এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ ফাড়ির (তদন্ত কর্মকর্তা) এসআই লিটন বলেন, শুক্রবার রাতে এ অভিযোগটি হাতে পেয়েছেন এবং তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর