মোরেলগঞ্জ প্রতিনিধিঃ মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলনকে সংবর্ধনা ও নবনির্মিত ইউপি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩১ অক্টোবর রবিবার বেলা ১১ টার দিকে বারইখালী ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আ. আউয়াল খান মহারাজের সভাপতিত্বে সভায় প্রধান ও সংবর্ধিত অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন।এসময় বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু,পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম,মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এম এমদাদুল হক,জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার,আফরোজা আক্তার লিনা,মাকসুদা আক্তার মুক্তা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারন-অর রশীদ, আওয়ামীলীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল,শহীদুজ্জামান সাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান মহিদসহ উপজেলা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ১৪ নং বারইখালী ইউনিয়নের নবনির্বাচিত সদস্যবৃন্দ।







