মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র্য প্রার্থী সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান ।৩০ অক্টোবর শনিবার দুপুরে ১৬ নং খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষনা পর থেকে নৌকা প্রতিকের প্রার্থীর বহিরাগত কর্মীরা একের পর এক তার কর্মী ও সমর্থকদের হামলা মারপিট ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে। তাদের হুমকি ও নির্যাতনের ভয়ে পথসভা গণসংযোগ বন্ধ করতে বাধ্য হয়েছি। ইউনিয়ন জুড়ে তার চশমা প্রতীকের পোষ্টার ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। আমার ৩টি নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। আমার অর্ধ শতাধিক কর্মী আহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপারের কঠোর হুশিয়ারী সত্ত্বেও থেমে নেই তাদের অপতৎপরতা।সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান আরো বলেন, ২য় ধাপের নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থীর মৃত্যু হলে ২ নভেম্বর পুনরায় নির্বাচনে তফসিল ঘোষনা হয়। ২য় ধাপের নির্বাচনে তিনি সহ যিনি এখন নৌকার প্রার্থী তিনিও আনারস প্রতীক নিয়ে স্বতন্র প্রার্থী ছিলেন।তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরো বলেন, আমার প্রিয় ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষ যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে, আমি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি ।
মোরেলগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুল হাই খানের সংবাদ সম্মেলন

আরো পড়ুন






