অভয়নগর (যশোর) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উৎযাপন উপলক্ষে অভয়নগরে বর্ণঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে অভয়নগর থানা চত্বরে অফিসার ইনচার্জ এ কে এম শামীম হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পুলিশের এএসপি “খ” সার্কেল মুকিত সরকার।
অন্যান্য অতিথীদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাপদক আক্তারুজ্জান তারু, নওয়াপাড়া পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মেদ খান, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি ইব্রাহিম বিশ্বাস ও সাধারণ সম্পাদক ফারাজী মাসুদুর রহমান টিটো, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থাণীয় সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সকল আয়োজনে অভয়নগর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম।







