অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরের নওয়াপাড়া প্রেস ক্লাবের সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টাল পোষ্ট পিয়নের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ এর মা মৃত্যু বরণ করেছে। ২৭ অক্টোবর (বুধবার) দিবাগত রাত অনুঃ ১২.২০ মিঃ তিনি ইন্তেকাল করেন।
পরিবার সূত্রে জানাযায়, তিনি বয়সের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, গত ২৭ অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা তাকে স্থানীয় সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করেন।
সেখানে চিকিৎসা চলাকালীন রাত ১২.২০ মিনিটে শেষ নির্শ্বাস ত্যাগ করেন। মর্হুমার জানাজা নামাজ আজ সকাল ১১ টায় নওয়াপাড়া নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পর্ণ করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।







