Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে নব নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

 

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ  উপজেলার ১৪টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (  ২৭ অক্টোবর)  বেলা ১১ টার দিকে বাগেরহাট  জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান  মোরেলগঞ্জ উপজেলার  ১৪ টি ইউনিয়নের নবনির্বাচিত ১৪ জন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- ১ নং তেলিগাতী ইউনিয়নের মোর্শেদা আক্তার,  ২ নং পঞ্চকরণ ইউনিয়নের  বীর মুক্তিযোদ্ধা  আব্দুর রাজ্জাক মজুমদার,  ৩ নং পুটিখালী ইউনিয়নের  মোঃ আব্দুর রাজ্জাক,  ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়নের  মোঃ সামছুর রহমান মল্লিক,  ৫ নং রামচন্দ্রপুর ইউনিয়নের মোঃ  আব্দুল আলীম,  ৬ নং চিংড়াখালী ইউনিয়নের  মোঃ আলী আক্কাস  বুলু, ৭ নং হোগলাপাশা ইউনিয়নের মোঃ ফরিদুল ইসলাম,  ৮ নং বনগ্রাম ইউনিয়নের রিপন চন্দ্র দাস,  ৯ নং বলইবুনিয়ার মোঃ শাহজাহান আলী হাওলাদার ,  ১০ নং হোগলাবুনিয়ার বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান,  ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের মোঃ রিপন তালুকদার,  ১২ নং জিউধরা ইউনিয়নের জাহাঙ্গীর আলম বাদশা,  ১৪ নং বারইখালী ইউনিয়নের  আউয়াল খান মহারাজ,  ১৫ নং মোরেলগঞ্জ  সদর ইউনিয়নের  মোঃ হুমায়ুন কবির মোল্লা।

এদিকে,  বিকেল সাড়ে ৩ টার দিকে মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে ১৪ টি ইউনিয়নের ১২৬ জন সাধারণ সদস্য  এবং  ৪২ জন সংরক্ষিত  আসনের মহিলা সদস্যের শপথগ্রহণ  অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। উপজেলা  নির্বাহী অফিসার  মো. জাহাঙ্গীর আলম  ১৪ ইউনিয়নের নব নির্বাচত এসব সদস্যদের শপথ পাঠ করান।

এ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ ( মোরেলগঞ্জ- শরণখোলা)  সংসদীয়  আসনের সংদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির  সদস্য  এবং স্বাস্থ্য  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী  কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।

বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন  মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান  অ্যাড. শাহ – ই- আলম বাচ্চু, সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মাদ আলী হাসান, উপজেলা  ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, জেলা পরিযদ  সদস্য আফরোজা আকতার লিনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা ছাবুল,উপজেেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকন উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের  সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর