Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে  রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের আইসিটি ভবন উদ্বোধন

এইচ এম শহিদুল ইসলাম , মোরেলগঞ্জ বাগেরহা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে প্রাপ্ত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত আইসিটি সুবিধাসমৃদ্ধ আইসিটি ভবন উদ্বোধন করা হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজে।

বুধবার বেলা ১১টায়  স্থানীয়  সংসদ সদস্য  বাংলাদেশ  আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির  সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন প্রধান অতিথি হিসিবে উপস্থিত হয়ে এই ভবনের শুভ উদ্বোধন করেন।

এসময় কলেজ অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের এক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আইসিটি সুবিধাসমৃদ্ধ ও যথাযথ শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর সু্যোগ্য পুত্র ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা। এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে দেশকে আধুনিক, উন্নত দেশ হিসেবে রূপান্তরের জন্য সবাইকে সবাইকে  সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
এ সময় উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্যে তিরি বলেন, আমাতের দেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলা।  আর তাই আদর্শ পরিবার, সমাজ, দেশ গড়তে তোমাদেরকে যথাযথ শিক্ষা নিয়ে  তৈরি হতে হবে।
এমপি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে সর্বাধিক উন্নয়ন কর্মকাণ্ড সংগঠিত হয়েছে আওয়ামী লীগ সরকারের হাত ধরে। সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই একাডেমিক ভবন এর উজ্জ্বল দৃষ্টান্ত।
অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোঃ হারন অর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী নেতা ইখতিয়ার  হোসেন দিলাল, সিদ্দিকুর রহমান লাল পৌর যুব লীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু, শহিদুজ্জামান সাবু পৌর কাউন্সিলর ইউনুস আলী সরদার,যুবনেতা মাহফুজুর রহমান হিরু  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আবু জাফর  মোহাম্মদ ফাইজুল হক।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর