মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অসহায়দের মাঝে বিভিন্ন সেবামূলক কাজে ৫০ বছর পুর্তি-২০০১ উৎযাপন উপলক্ষ্যে মাঠ পর্যায়ে গ্রাম উন্নয়ন কমিটির সাথে দিনব্যাপী মাঠ পর্যায় মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া, জিউধরা ও মোরেলগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের সাথে পালিত হয়েছে।
বছর পূর্তি অনুষ্ঠানে বিগত বছরগুলোতে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক সহায়তা দানের জন্য ধন্যবাদ জানানো হয়। মাঠ পর্যায়ে কর্মসুচীতে এলাকার জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত ম্যানেজার মো: নিজাম উদ্দিন, প্রোগ্রাম অফিসার রাফায়েল রায়, সিষ্টেম সাপোর্ট অফিসার লাকী হালদার, ইউপি সদস্য নুরুজ্জামান, মো: মোকসেদ আলী মৃধা, দুলাল কাজী, মো: আনোয়ার হোসেন, জসিম মৃধা প্রমুখ।







