শফিয়ার রহমান, মণিরামপুর: মণিরামপুর উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৬ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। শুক্রবার দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
এরপর রাতে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। এরমধ্যে বর্তমান ৪ চেয়ারম্যান এবার দলীয় মনোনয়ন পাননি। ওই ঘোষনামতে ১৬ ইউনিয়নে দলীয় মনোয়নপ্রাপ্তরা হলেন- ১ নং রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দীন নৌকার মাঝি হয়েছেন। ২ নং কাশিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌহিদুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন।
৩নং ভোজগাতি ইউনিয়নে উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার দলীয় মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করেছেন। ৪ নং ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান এরশাদ আলী সরদার নৌকা পেয়েছেন। ৫ নং হরিদাসকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়েই ফের দলীয় মনোনয়ন পেয়েছেন। ৬ নং মণিরামপুর সদর ইউনিয়নে গত বছরের পরাজিত দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এয়াকুব আলী আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। ৭ নং খেদাপাড়া ইউনিয়নেও গত ২ বারের পরাজিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আলীম জিন্নাহ তৃতীয় বারের মত দলীয় মনোনয়ন লাভ করেছেন।
৮নং হরিহরনগর ইউনিয়নের মেয়াদ শেষ না হওয়ায় এ ইউনিয়নের নির্বাচন স্থগিত আছে। ৯ নং ঝাঁপা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাসুল হক মন্টু ফের দলীয় প্রতিক নৌকা পেয়েছেন। ১০ নং মশ্মিনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফের দলীয় মনোনয়ন পেয়েছেন। ১১ নং চালুয়াহাটি এ ইউনিয়নে গত বছরের জামানত বাজেয়াপ্ত দলীয় প্রার্থী উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ফের নৌকা পেয়েছেন। ১২ নং শ্যামকুড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিকে টপকিয়ে নতুন হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী আলমগীর হোসেন দলীয় মনোনয়ন পেয়ে চমকে দিয়েছেন।
১৩ নং খানপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ আলীকে টপকিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিলন নৌকা পেয়েছেন। ১৪ নং দূর্বাডাঙ্গা এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গাজী মাযাহারুল আনোয়ার ফের নৌকা পেয়েছেন। ১৫ নং কুলটিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শেখর চন্দ্র রায় ফের দলীয় মনোনয়ন পেয়েছেন। ১৬ নং নেহালপুর ইউনিয়নে গত বছরের পরাজিত প্রার্থী এমএম ফারুক হুসাইন ফের দলীয় মনোনয়ন পেয়েছেন। ১৭ নং মনোহরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার মশিয়ূর রহমান আবারও দলীয় প্রতিক নৌকা পেয়েছেন। দলীয় সূত্রে জানাগেছে আজ দলীয় প্রার্থীদের হাতে নৌকার টিকেট তুলে দেওয়া হবে।







