Saturday, December 6, 2025

বাগেরহাটের মোরেলগঞ্জে সম্প্রীতির বন্ধন সম্মেলন অনুষ্ঠিত 

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” এই শ্লোগান নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে এক সম্প্রীতির বন্ধন  সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২১ অক্টোবর  ১১টার দিকে পৌরপার্কে  উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, মন্দির কমিটির সভাপতি, সাংবাদিক ও সুধীজনের সমন্বয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন  স্থানীয় সংসদ সদস্য অ্যাড.  আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ  চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ  পৌর মেয়র, এস,এম,মনিরুল হক তালুকদার।
অন্যান্যর মধ্যে বক্তব্য  রাখেন বিশেষ অতিথি মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন, মোরেলগঞ্জ  থানা অফিসার  ইনচার্জ  মোঃ ইকবাল বাহার চৌধুরী,  উপজেলা  ভাইস  চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম,   উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা ছাবুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান,স  উপজেলা,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ শেখ, যুবলীগ  যুগ্ম আহবায়ক  অ্যাড. তাজিনুর রহমান পলাশ, উপজেলা প্রেসক্লাব সভাপতি  এইচ এম শহিদুল ইসলাম,  সেলিমাবাদ কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাস, এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আবু সালেহ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদ হোসেন,  পৌর কাউন্সিলর অলিউর রহমান সুজন, বাবু শংকর কুমার রায়,ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, ইমাম পরিষদের  সভাপতি  মাওলানা  আব্দুল হাই, মোরেলগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শিব সজল ঢালী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী  কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান।আলোচনা সভা শেষে এক  রেলি    মোরেলগঞ্জ বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করেন। আলোচনা ও রেলিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য এবং  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ শিক্ষক, মাদ্রাসা শিক্ষকবৃন্দসহ, বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ ও পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্হানীয়  সুধীজন  অংশগ্রহণ করেন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর