Friday, December 5, 2025

‘লিও, আমাকে তোমার জার্সি দাও : আমি তোমাকে আমার মাকে দিয়ে দেবো’

পুরো পৃথিবীর সব ফুটবল ভক্তের জন্যই লিওনেল মেসি এক বিস্ময়ের নাম। তার জার্সিটাও তাই স্বাভাবিকভাবেই আকাঙ্ক্ষিত সবার কাছে। কিন্তু এই জার্সির জন্য আপনি কী কী করতে পারবেন? অথবা বিনিময় হিসেবেই বা কী দেবেন?

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার আরবি লাইপজিগের বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ক্লাব পিএসজি। এই ম্যাচের গ্যালারিতে হাজির হওয়া এক কিশোর তো আর্জেন্টাইন তারকার জার্সির জন্য নিজের মাকেও দিয়ে দিতে রাজি!

যেখানে লেখা ছিল, ‘লিও, আমাকে তোমার জার্সি দাও। আমি তোমাকে আমার মাকে দিয়ে দেবো।’ তার পাশে একজন মহিলাকেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যদিও সেটিই ওই কিশোরের মা কি না, এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

লাইপজিগের বিপক্ষে ম্যাচের জার্সি পেয়েছেন কি না, সেটিও জানা যায়নি। তবে প্রিয় তারকার দারুণ পারফরম্যান্স দেখতে পেয়েছেন ওই কিশোর। পিএসজির ৩-২ গোলে জয়ের ম্যাচটিতে যে জোড়া গোল করেছেন মেসি।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর