আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের পৌর শাখার উদ্যোগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। সোমবার রাতে পৌর সদরের হাসপাতাল মোড়ের নজরুল চত্ত্বরের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামীলীগের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী নিছার আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ পৌর শাখার আহ্বায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহ্বায়ক মুনিরুল আলম মিশর, ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিকসহ পৌর যুবলীগ ও ঝিকরগাছা পৌর ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।







