মণিরামপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষ্যে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার সকালে মণিরামপুর উপজেলা চত্বরে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান শেষে স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হরে কৃষ্ণ অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।







