Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থী সাইদুর রহমানের মতবিনিময়

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের ১৬নং খাউলিয়া ইউনিয়নের  বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও নৌকা প্রতিক প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৬ অক্টোবর  সন্ধ্যা ৭ টার দিকে মোরেলগঞ্জ  উপজেলা  প্রেসক্লাবের বারইখালী পুরাতন থানা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে  এ মতবিনিময় সভা করেন। অনুষ্ঠিত  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব  সভাপতি এইচ এম  শহিদুল ইসলাম  । মতবিনিময় সভায় নৌকা প্রতিকের প্রার্থী মাস্টার সাইদুর রহমান বক্তব্যের শুরুতে উপস্থিত মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রেসক্লাবের কর্মরত   সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগের  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আগামী ০২ নভেম্বরের ইউপি নির্বাচনে বিপুল ভোটে যেন নৌকার বিজয় হয় সে ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন, এর সন্মান আপনাদের কাছে। সাংবাদিকদের লেখনি, দোয়া ও সার্বিক সহযোগিতা পেলে এবং  দক্ষিণাঞ্চলের  অভিভাবক  শেখ হেলাল উদ্দিন এমপি, স্থানীয় এমপি অ্যাড. আমিরুল আলম মিলন ও স্থানীয় পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদারের দোয়ায়  জণগনের সমর্থন  নিয়ে  আগামী ২ নভেম্বর  নৌকা মার্কার বিজয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব ইনশাআল্লাহ।  বক্তব্যত্তোর তিনি উপস্থিত  সাংবাদিকদের নির্বাচন  সংক্রান্ত  বিভিন্ন  প্রশ্নের উত্তর প্রদান করেন।

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক  মেজবাহ ফাহাদের সঞ্চালনায় বক্তব্য  রাখেন উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ  সম্পাদক  মোঃ  আল আমিন শেখ, খাউলিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি রিয়াজুল ইসলাম।

এ সময অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মোঃ শামীম আহসান মল্লিক,  সহ সভাপতি  অধ্যাপক  এইচ এম জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ  সম্পাদক  মল্লিক আবুল কালাম খোকন, নির্বাহী সদস্য প্রধান শিক্ষক মোঃ আবু সালেহ,  আমার বার্তা প্রতিনিধি  এনায়েত করিম রাজীব,  দৈনিক মতপ্রকাশ প্রতিনিধি আরিফ  তালুকদার প্রমুখ।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর