Saturday, December 6, 2025

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ প্রভাষক নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক। তারা হলেন-সাতক্ষীরা জেলার কাশেমপুর এলাকার ওমর আলী সরদারের ছেলে আব্দুস ছাত্তার (৬৫) ও সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার লুৎফার রহমানের ছেলে আব্দুল কাদের (৬০)।মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

দুর্ঘটনাস্থল ফকিরহাট থানা এলাকায় হওয়ায় নিহতদের মরদেহ ফকিরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দুইজন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি।

বাগেরহাট প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর