Saturday, December 6, 2025

নড়াইলে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ভলিবল প্রতিযোগিতা

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইলঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নড়াইলে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ খেলার আয়োজন করে। প্রতিযোগিতায় মহিষখোলা ভলিবল একাডেমি ২-০ সেটে চারিখাদা সৃজনী সংঘকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক আবুল হোসেন, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামিম আহম্মেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, তরিকুল ইসলামসহ অনেকে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর