Saturday, December 6, 2025

লোহাগড়ায় মেয়র পদে আ‘লীগের মনোনিত প্রার্থী সহ , ৬ জনের মনোনয়ন পত্র জমা

 

মাহফুজুল ইসলাম মন্নু, লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার গত ১০ অক্টোবর শেষ দিন ছিল। পৌরসভার মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন।

তারা হলেন, আ‘লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া উপজেলার আ‘লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন(সতন্ত্র) ,উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র আশরাফুল আলম (সতন্ত্র), মোসাঃ রোজিয়া সুলতানা চামেলী (সতন্ত্র), মঈন হাসান কাজল(বাংলাদেশ ওয়ার্কাস পার্টি),ও জিয়াউর রহমান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন,চরমোনাই)।

এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। লোহাগড়া উপজেলা সহকারী রির্টারনিং অফিসার মোঃ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ১০ আক্টোবর, বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপলি দায়ের ১২ থেকে ১৪ আক্টোবর, আপলি নিস্পত্তি ১৬ আক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ আক্টোবর, প্রতিক বরাদ্দ ১৮ আক্টোবর ও ভোট গ্রহন ২ নভেম্বর(২০২১)। লোহাগড়া পৌরসভার মোট পুরুষ ভোটার ১১ হাজার ৫৭৭ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ১৬০ জনসহ মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৩৭ জন। এ বছর ৯ টি ওয়ার্ডে ১১ টি ভোট কেন্দ্র রয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর