Saturday, December 6, 2025

লোহাগড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিলেন বিউটি

 

মাহফজুল ইসলাম মন্নু,লোহাগড়া থেকেঃ লোহাগড়া পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ৭,৮,৯ নং ওয়ার্ডে রোববার বিকালে মনোনয়নপত্র জমা দিলেন কালের কন্ঠের ও লোক সমাজের সাংবাদিক শিমুল হাসানের স্ত্রী বিউটি বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহফুজুল ইসলাম মন্নু, শিমুল হাসান, সরদার রইচ উদ্দিন টিপু, শরিফুল ইসলাম আককাচ,শরিফুলইসলাম,সেলিমজাহাঙ্গীর,মোস্তফা কামাল,সাহেব আলীসহ এলাকার শেখ বুলবুল আহম্মেদ, রুবেল আহম্মেদ ও সাধারন মানুষ। এমময় প্রার্থী বিউটি বেগম উপস্থিত ভোটারদের নিকট দোয়াসহ ভোট প্রার্থনা করেন।উল্যেখ্যআগামী২নভেম্বর(২০২১)ভোট অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর