মাহফজুল ইসলাম মন্নু,লোহাগড়া থেকেঃ লোহাগড়া পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ৭,৮,৯ নং ওয়ার্ডে রোববার বিকালে মনোনয়নপত্র জমা দিলেন কালের কন্ঠের ও লোক সমাজের সাংবাদিক শিমুল হাসানের স্ত্রী বিউটি বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহফুজুল ইসলাম মন্নু, শিমুল হাসান, সরদার রইচ উদ্দিন টিপু, শরিফুল ইসলাম আককাচ,শরিফুলইসলাম,সেলিমজাহাঙ্ গীর,মোস্তফা কামাল,সাহেব আলীসহ এলাকার শেখ বুলবুল আহম্মেদ, রুবেল আহম্মেদ ও সাধারন মানুষ। এমময় প্রার্থী বিউটি বেগম উপস্থিত ভোটারদের নিকট দোয়াসহ ভোট প্রার্থনা করেন।উল্যেখ্যআগামী২নভেম্বর( ২০২১)ভোট অনুষ্ঠিত হবে।







