Saturday, December 6, 2025

নড়াইলে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের বর্ণোজ্জ্বল উদ্বোধন

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইলঃ নড়াইলে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের উদ্বোধন করা হয়েছে। আজ (১০ অক্টোবর) দুপুরে নড়াইল শহরের বাঁধাঘাট এলাকায় বাঁধাঘাট মন্দির কমিটির আয়োজনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি ও নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ জ্ঞান প্রকাশানন্দ।
ফিতা কেটে মন্দিরের উদ্বোধন করেন নড়াইল-২ এর সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। মন্দির চত্বরে মন্দির কমিটির সভাপতি প্রকৌশলী শিশির কুমার বৈরাগীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হিরা, বিশিষ্ট সমাজ সেবক এমপি মাশরাফির পিতা গোলাম মুর্তজা স্বপন, মন্দির কমিটির কার্যকরি সভাপতি অসীম কাপুড়িয়া, সাধারন সম্পাদক নিলাংশু শেখর সরকার প্রমুখ।
অনুষ্ঠানে মন্দির কমিটির কর্মকর্তা-সদস্যসহ বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদানের মাধ্যমে দৃষ্টিনন্দন এ মন্দিরটি নির্মাণে আনুমানিক ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর