সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইলঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়াইল সদর উপজেলার ১৩ ইউনিয়নে গতকাল (শনিবার) রাতে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের দলীয় নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে তারা হলেনঃ আউড়িয়া ইউনিয়নে এস এম পলাশ, মাইজপাড়া ইউনিয়নে জসিম মোল্যা, ভদ্রবিলা ইউনিয়নে সৈয়দ আবিদুল ইসলাম, চন্ডিবরপু ইউনিয়নে সৈয়দ তরিকুল ইসলাম, হবখালী ইউনিয়নে টিপু সুলতান, তুলারামপুর ইউনিয়নে বুলবুল আহম্মেদ, বাঁশগ্রাম ইউনিয়নে সিরাজুল ইসলাম, শাহাবাদ ইউনিয়নে আশরাফ খান মাহামুদু, মুলিয়া ইউনিয়নে রবিন্দ্রনাথ অধিকারী, কলোড়া ইউনিয়নে আশিষ কুমার বিশ্বাস, বিছালি ইউনিয়নে ইমারুল গাজী, শেখহাটি ইউনিয়নে গোলক বিশ্বাস এবং সিঙ্গাশোলপুর ইউনিয়নে সাইফুল ইসলাম হিট্টু।
চেয়ারম্যান পদে মনোনয়নপ্রাপ্ত নতুন মুখ রয়েছে ৬জন তারা হলেন, আউড়িয়া ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এস এম পলাশ, চন্ডিবরপু ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ তরিকুল ইসলাম, হবখালী ইউনিয়নে টিপু সুলতান, শেখহাটি ইউনিয়নে গোলক বিশ্বাস, শাহাবাদ ইউনিয়নে আশরাফ খান মাহামুদু ও মাইজপাড়া ইউনিয়নে জসিম মোল্যা ।
প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন তুলারামপুর ইউনিয়নের বুলবুল আহম্মেদ, বাঁশগ্রাম ইউনিয়নের সিরাজুল ইসলাম ও মুলিয়া ইউনিয়নের রবিন্দ্রনাথ অধিকারী। এছাড়া সাবেক চেয়ারম্যান রয়েছেন ১ জন, তিনি হলেন বিছালি ইউনিয়নের ইমারুল গাজী।
গতবারের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে পরাজিত হয়ে এবারও মনোনয়ন পেয়েছেন কলোড়া ইউনিয়নে আশিষ কুমার বিশ্বাস, ভদ্রবিলা ইউনিয়নে সৈয়দ আবিদুর রহমান এবং সিঙ্গাশোলপুর ইউনিয়নে সাইফুল ইসলাম হিট্টু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত এস এম পলাশ সদর উপজেলার ১৩ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।







