আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
ঝিকরগাছায় যারা মনোনীত হয়েছেন, তারা হলেন- গঙ্গানন্দপুরে মো. আমিনুর রহমান, মাগুরায় মো. আব্দুর রাজ্জাক, শিমুলিয়ায় মো. মতিয়ার রহমান সর্দার, গদখালীতে মো. আশরাফ উদ্দীন, পানিসারায় মো. নওশের আলী, ঝিকরগাছায় আমির হোসেন, নাভারণে মো. শাহাজাহান আলী, নির্বাসখোলায় মো. খায়রুজ্জামান, হাজিরবাগে মো. আতাউর রহমান, শংকরপুরে গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী ও বাঁকড়ায় মো. নিছার।
দলের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোটগ্রহণ করা হবে ১১ নভেম্বর। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ফুলসারা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
বিশেষ প্রতিনিধি







