Saturday, December 6, 2025

শেখ রাসেল অপরাজিত চ্যাম্পিয়নঃ নড়াইল  প্রথম বিভাগ ফুটবল লীগ

 সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইলঃ নড়াইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগে শেখ রাসেল ক্রীড়া চক্র নড়াইল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিকে ৩-০ গোলে হারিয়ে লীগ চ্যাম্পিয়ন হয়েছে।
এই নিয়ে শেখ রাসেল ৬ বার অপরাজিত চ্যাম্পিয়ন হলো। লীগে শেখ রাসেলের কাজল সেরা খেলোয়াড় এবং একই দলের ইব্রাহিম ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেছেন। আজ (শনিবার) বিকেলে বীর শ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে ফুটবল লীগের এ খেলা অনুষ্ঠিত হয়। লীগে মোট ১২টি দল অংশ গ্রহণ করে।
১২টি দলকে তিনটি বিভাগে ভাগ করে গ্রুপ লীগ পদ্ধতিতে খেলানো হয়। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন দলকে নিয়ে সুপার লীগ অনুষ্ঠিত হয়। আজকের সুপার লীগের শেষ খেলায় শেখ রাসেল এবং খেলোয়াড় কল্যাণ সমিতি অংশ নেয়। খেলার শুরুতেই শেখ রাসেল দলের খেলোয়াড়েরা ছন্দময় খেলা উপহার দিয়ে খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে খেলোয়াড় কল্যাণ সমিতির খেলোয়াড়েরা শেখ রাসেলের মুর্হুমুর্হু আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে দ্বিতীয়ার্ধে আরো একটি গোল হজম করে তারা। শেখ রাসেলের পক্ষে ইব্রাহিম ২টি, রিয়ান ১টি গোল করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর