Saturday, December 6, 2025

অভয়নগর পুকুরে পড়ে শিশুর মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলার সরকারি হাসপাতাল সংলগ্ন বুইকরা গ্রামের মোমিনুল আলমের আড়াই বছর বয়সের ছেলে তিহান তার দাদির সাথে পাশের বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে।

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে মোমিনুল আলমের মা পাশের বাড়িতে বেড়াতে গেলে তার নাতি ছেলে তিহান দাদির পিছে হাঁটতে শুরু করে। এক পর্যায়ে দাদির চোখের অগোচরে পাশে থাকা পুকুরে শিশুটি পড়ে যায়।

খোজাখুঁজি শেষে একঘন্টা পর শিশুটিকে পুকুরে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক শাহীনুর রহমান শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর