Saturday, December 6, 2025

মণিরামপুরে ছাত্রলীগ নেতা আটক

মণিরামপুরে হারুন-অর-রশিদ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার  রাতে উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে  পুলিশ তাকে আটক করে।
জানাযায়,  ভোজগাতী ইউপির সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা হুমায়ুন কবির মুক্তা দুই বছর আগে স্থানীয় চালকিডাঙা বাজারে হামলার শিকার হন। তখন তিনি হারুন-অর-রশিদসহ কয়েকজনের নামে মামলা করেন। তার দায়ের করা সেই মামলায় ছাত্রলীগের এই নেতাকে পুলিশ আটক করে।
এদিকে, ছাত্রলীগ নেতা হারুন-অর-রশিদের নামে দায়ের করা মামলাটি ‘মিথ্যা’ দাবি করছে ছাত্রলীগ।
মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, হারুন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে হাজির সোপর্দ করা হয়েছে।

উল্লেখ, দুই মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক জনপ্রতিনিধি ও মামলার বাদী হুমায়ুন কবির মুক্তা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর