Saturday, December 6, 2025

নড়াইলে স্বল্প খরচে সৌদি আরব গমনেচ্ছুক বাছাই জব ফেয়ার অনুষ্ঠিত 

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইলঃ মধ্যস্বত্বভোগী ছাড়া সরকার কর্তৃক নির্ধারিত ফি’তে সৌদি আরবে গমনেচ্ছুক কর্মীদের জব ফেয়ার (বিদেশগামী) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেস এর আয়োজনে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)’র অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ ছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহকারী সচিব মোঃ আবদুল খালেক, ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেসের সত্বাধিকারি মোঃ মাহফুজুর রহমান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ মাসুম বিল্লাহ, প্রবাসি কল্যাণ ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মোঃ মোয়াজ্জেম হোসেন, টিটিসি’র মোঃ সাজ্জাদুর রহমান, প্রাশিক্ষক মোঃ ইউসুফ আলী, আলী রেজা, আব্দুল আহাদ, মেহেদি হাসান, নড়াইল প্রেসক্লাবের সদস্য আল আমিন, বিভিন্ন গণমাধ্যমকর্মী প্রমুখ। জব ফেয়ারে জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক বিদেশ গমনে ইচ্ছুককর্মীরা অংশগ্রহণ করেন।কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন বলেন, এ প্রকল্পে সৌদিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করব। সে ক্ষেত্রে নির্বাচিত কর্মীদের সকল কারিগরি সাপোর্ট, পাসপোর্ট অফিসের সাথে স্বচ্ছ ও দালাল মুক্ত পার্সপোট প্রদানে সহায়তা, অনলাইনে ফরম পূরণ, প্রশিক্ষনার্থীদের আবাসিক ব্যবস্থা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে যারা ভাল করবে তাদেরকে বিনামূল্যে পাসপোর্ট করার বিষয়েও আমাদের উদ্ধতন কর্মকর্তারা পরিকল্পনা করছেন বলে জানান তিনি। উল্লেখ্য, যারা বিদেশ যাবেন তাদের পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট ও পুলিশ ভেরিফিকেশন ছাড়া আর কিছু লাগবে না বলে সংশ্লিষ্ট সূত জানিয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর