আফজাল হোসেন চাঁদ : ‘সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের আয়োজনে ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের সচেতনতামূলক প্রচারণা ও যশোর জেলা প্রশাসনের নির্দেশে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান-বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় মোবারকপুর কলেজপাড়া ও কৃষ্ণনগর মাঠপাড়া গ্রামে স্বপ্নলোকের পাঠশালার দুটি ক্যাম্পাসে পৃথক ভাবে দুটি চলমান প্রক্রিয়ার অংশে ছিল, শিশুদের জন্মের ৪৫দিনের মধ্যেই বিনা খরচে জন্ম সনদ গ্রহণ করা বিষয়ক জন্মনিবন্ধন বিষক সচেতনতামুলক আলোচনা, মহিলাদের পিরিয়ডকালীন সময়ের জন্য হাউজিন কিটস বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উক্ত সময় পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন ও সারমীন আক্তার শান্তা প্রমুখ।
ঝিকরগাছায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত

আরো পড়ুন






