জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ৩৪ তম বয়স ভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতা। এতে অংশ নেবে যশোর জেলা ছাড়া আরও চারটি ক্লাব।
ইতিমধ্যে জেলার সাঁতারুরা তাদের সাধ্যমতো অনুশীলন শেষ করেছে। আজ রাতে তারা ঢাকার উদ্দেশে রওনা হবে বলে একাধিক সূত্র জানিয়েছে। ২ অক্টোবর সেখানে সাঁতারুদের বয়স নির্ধারণী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যশোর জেলা দল ছাড়াও অংশগ্রহণ করবে ডলফিন সুইমিং ক্লাব, যশোর সুইমিং ক্লাব, সৃষ্টি সুইমিং ক্লাব ও থ্রি ব্রাদার্স। যশোর জেলা দলের পক্ষে যেসব সাঁতারু অংশ নেবে তারা হলেন আব্দুর রহমান, তামিম ইকবাল ও ফাতেমা খাতুন লিসা। দলের কর্মকর্তা হিসেবে রয়েছেন রুহুল কুদ্দুস কচি।
ডলফিন সুইমিং ক্লাবের পক্ষে প্রতিযোগিতায় অংশ নেবেন ফারহানা রুমি, শাহিনুর ইসলাম ও আবির হুসাইন নুর। এ দলের কর্মকর্তা হলেন রোকেয়া খাতুন। যশোর সুইমিং ক্লাবের খেলোয়াড়রা হলেন, আব্দুর রহমান, নয়ন হোসেন ও ফাতেমা খাতুন নুর।
কর্মকর্তা হিসেবে দলের সাথে থাকবেন এস এম আবেদীন। সৃষ্টি সুইমিং ক্লাবের পক্ষে প্রতিনিধিত্ব করবেন ইয়ামিন হোসেন, সাকিব ও ফারহানা আক্তার সোনালী। কর্মকর্তা নিযুক্ত হয়েছেন এম আর বাবলী। থ্রি ব্রাদার্সের পক্ষে অংশ নেবেন আল-আমিন হোসেন, জিএম জাকির হোসেন শাহীন ও শিমুল রানা তুষার।
এই দলটির কর্মকর্তা হয়েছেন আব্দুর রহিম।
রাতদিন সংবাদ







