বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হবে আজ। ঘরের মাঠেই খেলবে যশোরের মেয়েরা। ভালো কিছুর প্রত্যাশার কথা জানিয়ে দল ঘোষণা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির।
যশোরের একটি হোটেলে বুধবার রাতে দল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল, অ্যাথলেটিক্স পরিষদের সম্পাদক শ্রীনিবাস হালদার।
ঘোষিত যশোর জেল দল : নাজমিন, মিথিলা আক্তার জিমি, আমেনা খাতুন, মুসকান গুপ্তা, পান্না আক্তার বর্ষা, সুমাইয়া আক্তার সিমু, খাদিজা খাতুন, আয়েশা সিদ্দিকা, মীম খাতুন, সাজেদা সুলতানা।
দলের কোচ করা হয়েছে হাসানুজ্জামানকে। ম্যানেজার করা হয়েছে এজাজ উদ্দিন টিপুকে।
রাতদিন সংবাদ







