মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: আমরা কন্যাশিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো- প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার আব্দুল হান্নান ফকির এর সঞ্চালনায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
এ সময় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রঃ বিউঃ শারমিন আক্তার, তথ্যসেবা সহঃ পপি আক্তার, শিক্ষিকা শৈবালিনী হালদার, গনেশ পাল প্রমুখ । এ সময় রওশন আরা বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিতি ছিলেন।







