আফজাল হোসেন চাঁদ: কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে, যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ২০২১-২২ অর্থবছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ের ৬০জনের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে স্বাগত বক্ত রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, ঝিকরগাছা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল, মহাদেব কুমার দাশ প্রমুখ।







