Friday, December 5, 2025

মেসির অভিষেক গোলে পিএসজির দুর্দান্ত জয়

রাইটউইং দিয়ে দুরন্তগতিতে ছুটছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকা লিওনেল মেসি। পিছে পিছে ম্যানচেস্টার সিটির ফুটবলাররা।অসাধারণ ড্রিবলিংয়ে জায়গা করে বল বাড়ালেন কিলিয়ান এমবাপ্পের দিকে। এমবাপ্পে দারুণ ব্যাকহিলে আবার বল দিলেন ডি বক্সের মাথায় চলে যাওয়া মেসির দিকে; ছুটতে থাকা খুদে ফুটবল জাদুকর মুহূর্তেই বাঁ পায়ের চোখ ধাঁধানো বুলেট গতির শটে লক্ষ্যভেদ করে সিটিজেনদের জালে।

এর মধ্যে দিয়ে প্যারিসের ক্লাবটির  হয়ে অভিষেক গোলের দেখা পেলেন মেসি। পিএসজির জার্সিতে নিজের চতুর্থ ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন। তাও চ্যাম্পিয়ন লিগের মতো বড় মঞ্চে, সিটির মতো বড়  দলের বিপক্ষে। মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মাঠে প্রথমার্ধের শুরুতেই ইদ্রিসা গুয়েই ও দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মেসির গোলে সিটিকে ২-০ গোলে হারায় পিএসজি।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর