মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলার মধুপুর গ্রামের মাহাবুর রহমান মাবুদ (৪০) নামে এক প্রবাসী করোনায় আক্রান্তে মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
সে ওই গ্রামের মৃত ক্বারী একিন আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানাযায়, যুবক মাহাবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছিল।
গত ১৪ই সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার মামাতো ভাই আলতাফ হোসেন নিশ্চিত করেন। মঙ্গলবার সকালে তার মরদেহ গ্রামের বাড়ি মধুপুর পৌছানোর পর দুপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে বলে গ্রামবাসী জানায়।
যুবক মাহাবুর ৭ বছর পূর্বে মালয়েশিয়ায় কাজের সন্ধানে যায়। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী এবং দুই ছেলে রয়েছে তার। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







