Saturday, December 6, 2025

মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর পুরাতন দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি আব্দুল মজিদ। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।

আওয়ামীলীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আলহাজ্ব হাশেম আলী, অনন্ত দেবনাথ, আবুল বাশার, তপন বিশ্বাস পবন, সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান, শহিদুল ইসলাম শাহিন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম, এস এম ফারুক হুসাইন, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, সুকৃতি বিশ্বাস, বাবলুর রহমান বাবলু, জিয়াউর রহমান, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার, আসমা খাতুন লাকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দু হাজরা, আওয়ামীলীগ নেতা বাবুল আক্তার, জিয়াউর রহমান, মনিরুজ্জামান মিল্টন, আনিছুর রহমান, যুবলীগ নেতা শিপন সরদার, শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনি, বাপ্পী হোসেন, সাজ্জাত হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিনের কেক কাটা হয়। এরপর জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে এবং বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্ট শাহাদাৎবরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা আওয়ামীলীগের সদস্য হুমায়ন সুলতান সাদাবের উদ্যোগে সাবেক সংসদ সদস্য প্রায়ত অ্যাড. খান টিপু সুলতানের বাসায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর