আফজাল হোসেন চাঁদ: স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান-বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোছাঃ নাজনীন নাহার।
সোমবার বিকাল ৪টায় যশোর জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠিত উঠান বৈঠকে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাল্য বিবাহের স্বীকার লামিয়া, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন ও সারমীন আক্তার শান্তা প্রমুখ।
উল্লেখ্য, এসময় পেন ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত নকশী কাঁথা প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।







