যশোরের ঝিকরগাছায় ভিজিএফ কার্ড আনতে গিয়ে একই পরিবারের চারজনকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ তিনজনেক অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন,ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন, রাজার ডুমুরিয়া গ্রামের কওছার আলীর ছেলে মতলেব হোসেন ও মসলেম আলী ওরফে ভোজোর ছেলে জামাল আলী।
মামলার বিবরণে জানা গেছে, রাজার ডুমুরিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সুমন হোসেন স্থানীয় আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজ করেন। গত ১৯ জুলাই আসামি ইউপি মেম্বার আলমগীর হোসেন সকাল থেকেই রাজার ডুমুরিয়া বাজারে নিজ মুদি দোকানে বসে ভিজিএফের চালের কার্ড বিতরণ করছিলেন। বেলা ১১টার দিকে সুমন তার নিজ নামে ভিজিএফের চাল আনতে যান। কিন্তু মেম্বার আলমগীর তাকে অন্য মানুষের নামে থাকা কার্ড প্রদান করেন। সুমন হোসেন এটি নিয়ে আপত্তি করলে তিনি ক্ষিপ্ত হন এবং তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। ইউপি মেম্বারের সহযোগী মতলেব হোসেন ও জামাল আলীও তাকে মারধর করেন বলে মামলায় উল্লেখ করা হয়। এ খবর শুনে সুমনের পিতা ওয়াজেদ আলী, মা রূপবান বেগম ও ছোটভাই মোহন ছুটে এলে তাদেরও মারধর করা হয়। এরই এক পর্যায়ে ইউপি মেম্বার আলমগীর হোসেন দা দিয়ে ওয়াজেদ আলী ও রূপবান বেগমকে কুপিয়ে জখম করেন। এছাড়া তার দুই সহযোগী সুমনের ছোটভাই মোহনকে কাঠের চলা দিয়ে মারধর করেন। এ সময় চিৎকার শুনে বাজারের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় সুমন হোসেন উল্লিখিত তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছার শিওরদাহ পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল মালেক ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
রাতদিন সংবাদ







