Saturday, December 6, 2025

না ফেরার দেশে চলে গেলেন মোরেলগঞ্জের আলহাজ্ব মাস্টার আবুল খায়ের 

মোরেলগঞ্জ প্রতিনিধি  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩ নং পুটিখালি ইউনিয়নের সোনাখালী গ্রামের  পুটিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার আবুল খায়ের হাওলাদার ( ৮০) আর নেই।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।আজ  সকাল ৬ টার দিকে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায়  কার মৃত্যু হয়। । পারিবারিক সূত্রে জানা যায় মরহুমের জানাযা নামাজ আজ আসর  বাদ স্থানীয়  ১৬ নং চকপুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে  তিনি ১ স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন ও  গুনাগ্রহী  রেখে  গেছেন । তার মৃত্যুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক মহল,  রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোক জানিয়েছে।এছাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর