Friday, December 5, 2025

কলারোয়ার মেম্বারকে কুপিয়ে জখম

সাতক্ষীরার কলারোয়ার রামকৃষ্ণপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক আর এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর বাজার সংলগ্ন বাঁশতলা মোড়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রামকৃষ্ণপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলাম। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইউপি সদস্য রফিকুল ইসলাম এব্যাপারে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে তিনি সাংবাদিককে জানিয়েছেন। লিখিত অভিযোগে রফিকুল ইসলাম বলেন, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রামকৃষ্ণপুর গ্রামের সামাদ দালালের পুত্র সাইদুল ইসলাম, নিয়ামত আলীর পুত্র ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন, মৃত রওশন আলীর পুত্র বাবলু রহমান ও মৃত জব্বার আলীর পুত্র বাবু হোসেন দা, লাঠি সোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা করে আমারকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। আমি হাত দিয়ে ঠেকানোর ফলে আমার ডান হাতের আঙুল কেটে য়ায়। এরপরে মাটিতে ফেলে উপর্যুপরি আঘাত করে হাটুর উপরে জখম করে ফেলে যায়। আমার পকেটে থাকা জমি লীজের ৪৮ হাজার ৩০০ টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
অনলাইন ডেস্ক
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর